1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তারুণ্যের উৎসব: প্রমীলা কাবাডির সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহিন মিয়া গ্রেপ্তার ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারস নেটওয়ার্কের পুনর্গঠন সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় সাংবাদিক মনিরকে জীবননাশের হুমকি, থানায় জিডি দায়ের বিএনপি-জামায়াত নিধনের অভিযোগে আলোচিত ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের, আফগানিস্তানকে হারিয়ে হ্যাটট্রিকের পথে যুবা টাইগাররা ইমরান খানকে ঘিরে পোস্ট দমন করছে এক্স? ইলন মাস্কের প্ল্যাটফর্মের বিরুদ্ধে জেমিমার অভিযোগ ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে বন্দুক ও বিস্ফোরক উদ্ধার, নাশকতার আশঙ্কা

কারেন যোদ্ধাদের হামলায় ঘাঁটি দখল, শতাধিক মিয়ানমার সেনা থাইল্যান্ডে পালিয়েছে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
মিয়ানমার সেনা থাইল্যান্ডে পালিয়েছে

মায়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যে চলমান সংঘাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) শনিবার (১৩ জুলাই) গভীর রাতে জান্তা-নিয়ন্ত্রিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তা দখলে নেয়। এরপর ১০০ জনেরও বেশি মিয়ানমার সেনা ও কয়েক শত বেসামরিক মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছে পাশ্ববর্তী দেশ থাইল্যান্ডে।

থাইল্যান্ডের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, প্রায় ১০০ জন মিয়ানমার সেনা সীমান্ত অতিক্রম করে থাই ভূখণ্ডে প্রবেশ করে। আন্তর্জাতিক প্রোটোকল অনুসারে তাদের নিরস্ত্র করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। থাই সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এছাড়াও থাই কর্মকর্তারা জানান, সংঘর্ষের ফলে ৪০০ জনের বেশি সাধারণ মানুষ সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেছে। তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

এই হামলার ফলে মায়ানমার-থাইল্যান্ড সীমান্তে উত্তেজনা আরও বাড়ছে। এর আগেও, গত মে মাসে বিদ্রোহীদের হামলার পর ৬২ জন মিয়ানমার সেনা একইভাবে থাইল্যান্ডে পালিয়ে গিয়েছিল।

অন্যদিকে মিয়ানমারের সাগাইং অঞ্চলে জান্তা বাহিনীর বিমান হামলায় একটি বৌদ্ধ মঠে কমপক্ষে ৩০ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এই হত্যাকাণ্ড চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে।

উল্লেখ্য, কেএনএলএ ১৯৪৯ সাল থেকে কারেন জাতিগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণ ও অধিকারের দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। এটি মিয়ানমারের অন্যতম বৃহৎ জাতিগত সশস্ত্র সংগঠন এবং মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সংঘাতপ্রবণ কারেন রাজ্যে সক্রিয়।

এই পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কাঠামোর ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট