1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
চার্লি এক্সসিএক্সের 'ব্র্যাট' অ্যালবাম এক যুগের পর সাফল্য - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন

চার্লি এক্সসিএক্সের ‘ব্র্যাট’ অ্যালবাম এক যুগের পর সাফল্য

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
চার্লি এক্সসিএক্সের 'ব্র্যাট' অ্যালবাম

ব্রিটিশ গায়িকা চার্লি এক্সসিএক্স প্রায় এক যুগ আগে তার প্রথম অ্যালবাম প্রকাশ করেছিলেন। বিশ্বসংগীতের শ্রোতাদের কাছে তিনি অপরিচিত নন, তবে চলতি বছর তার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ব্র্যাট’ নতুন এক পথ তৈরি করেছে। এই অ্যালবামটি তাকে ক্যারিয়ারের পরবর্তী ধাপে পৌঁছে দিয়েছে এবং তার সঙ্গীতজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ভ্যারাইটি এবং বিবিসির বিচারে, ২০২৪ সালের শীর্ষ অ্যালবাম হিসেবে নির্বাচিত হয়েছে ‘ব্র্যাট’

‘ব্র্যাট’ অ্যালবামটি ২০২৩ সালের ৭ জুন বাজারে আসে এবং অল্প সময়েই এটি সারা বিশ্বে এক ঝড় তুলে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং আয়ারল্যান্ডের চার্টে শীর্ষে উঠেছিল এবং আরও ১২টি দেশে সেরা দশের মধ্যে স্থান করে নেয়। সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হলো যুক্তরাষ্ট্রে বিলবোর্ড অ্যালবাম চার্টে তৃতীয় স্থানে পৌঁছানো, যা ছিল চার্লি এক্সসিএক্সের ক্যারিয়ার সেরা সাফল্য।

১১ অক্টোবর ‘ব্র্যাট’-এর রিমিক্স সংস্করণ প্রকাশিত হয়, যেখানে ছিলেন আরও ২০ জন অতিথি শিল্পী। মেটাক্রিটিকের মতে, এটি ২০২৩ সালের সবচেয়ে বেশি রেটিং পাওয়া অ্যালবাম। তার গানগুলো এতটাই জনপ্রিয় হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাতেও কমলা হ্যারিস-এর প্রচারে শোনা যায় ‘ব্র্যাট’ অ্যালবামের গান। এই অ্যালবামটির কারণে গ্র্যামি পুরস্কারের জন্য আটটি মনোনয়ন পেয়েছেন চার্লি এক্সসিএক্স।

‘ব্র্যাট’ অ্যালবামের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তার মিউজিক ভিডিওগুলো, বিশেষ করে ‘৩৬০’। এটি চার্লির ক্যারিয়ারের সেরা মিউজিক ভিডিও হিসেবে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এমনকি, প্রায় সকল সমালোচক একমত যে, ‘৩৬০’ তার সবচেয়ে চমকপ্রদ কাজ।

এ অ্যালবামের সাফল্য এবং তার গানগুলোর বিশেষত্ব বুঝতে হলে, চার্লি এক্সসিএক্সের কৈশোরে ফিরে যেতে হবে। তিনি লন্ডনের ক্লাব ও ড্যান্স পার্টিতে পারফর্ম করতেন, এবং ‘ব্র্যাট’ অ্যালবামের প্রতিটি গান তার সেই অভিজ্ঞতাকেই তুলে ধরে। চার্লি বলেন, ‘এটি আমার হৃদয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালবাম। এটি সবচেয়ে আক্রমণাত্মক এবং একই সঙ্গে সবচেয়ে ভঙ্গুর।’

‘ব্র্যাট’ শুধু একটি অ্যালবাম হিসেবেই থেমে থাকে না, এটি পপ কালচারের অংশ হয়ে ওঠে। লন্ডন আই, যুক্তরাজ্যের অন্যতম পর্যটনস্থল, অ্যালবামটির প্রচ্ছদের রঙে সেজেছিল অ্যালবামটির মুক্তির দিনে। এর আলোচনায় ন্যাশনাল জিওগ্রাফিক এবং ফোর্বসও উঠে এসেছে, যারা ২০২৪ সালে এটিকে পপ কালচারের একটি অঙ্গ হিসেবে চিহ্নিত করেছে। ৩১ অক্টোবর, কলিনস ইংলিশ ডিকশনারি ‘ব্র্যাট’ শব্দটিকে ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করে, যা এই অ্যালবামের সাংস্কৃতিক প্রভাবের আরও এক নিদর্শন।

অ্যালবামের সাফল্যের পর চার্লি এক্সসিএক্স ‘ব্র্যাট ট্যুর’ শুরু করেছেন, যা ২৭ নভেম্বর ম্যানচেস্টার থেকে শুরু হয়ে ২০২৫ সালের ১০ আগস্ট হেলসিংকিতে শেষ হবে। এই ট্যুরে তার অ্যালবামের গানগুলো সরাসরি পরিবেশন করে তিনি আরও অনেক নতুন ভক্ত সংগ্রহ করতে চলেছেন।

চার্লি এক্সসিএক্সের ‘ব্র্যাট’ অ্যালবামটি তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হয়ে উঠেছে। এই অ্যালবামটি শুধু সঙ্গীত শিল্পেই নয়, পুরো পপ কালচারে গভীর প্রভাব ফেলেছে। তার সাহসী সুর, গভীর অনুভূতি এবং ক্লাব-ভিত্তিক মিউজিকের অনবদ্য মিশ্রণ ‘ব্র্যাট’ কে সারা বিশ্বে পরিচিত করে তুলেছে। চার্লি এক্সসিএক্সের পরবর্তী যাত্রা এবং তার সঙ্গীতের আগাম সাফল্য নিয়ে শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট