1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

একের পর এক গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তিনি জানান, “এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া, ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি করা এবং অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।”

তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, এ ধরনের গুজব আরও ভয়ংকর হয়ে উঠবে। গুজব ছড়ানোর এই অপচেষ্টার বিরুদ্ধে সরকার জাতিসংঘের সহযোগিতা চেয়েছে এবং জাতিসংঘ মহাসচিব এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।

জাতীয় পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে, এবং এর মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। আমরা এখন এক যুদ্ধাবস্থার মধ্যে আছি, যেখানে গুজব হলো পরাজিত শক্তির অন্যতম প্রধান অস্ত্র।”

তিনি আরও বলেন, গুজবের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে। কারা এসব গুজব ছড়াচ্ছে, তা সবার জানা, তবে সরকার এ অপচেষ্টা সফল হতে দেবে না।

জনগণকে গুজব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “গুজব দেখলেই এর উৎস খুঁজতে হবে। এটিকে অবহেলা করা যাবে না। গুজব ছড়ানোর কাজে দক্ষ ব্যক্তি ও বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে, যার মূল লক্ষ্য হলো জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা।”

তিনি আরও বলেন, “জনগণের ঐক্য পলাতক শক্তিকে বিচলিত করে তুলছে। তারা চায় এই ঐক্য ভেঙে দিতে। তাদের কৌশল এতটাই সূক্ষ্ম যে অনেক সময় বোঝাই যায় না, কখন কেউ তাদের খেলায় পুতুল হয়ে গেছেন। তাই আমাদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে গুজব রুখতে হবে এবং ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।”

জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, “দেশের জনগণকে বিভক্ত করার চেষ্টা চলছে, কিন্তু আমাদের ঐক্যই তাদের ষড়যন্ত্র ব্যর্থ করবে। আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

এই পরিস্থিতিতে জনগণের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই দেশকে গুজব ও মিথ্যা তথ্যের হাত থেকে রক্ষা করতে পারে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট