1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ঝিনাইদহে আবেগঘন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
আবেগঘন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে পবিত্র কোরআন থেকে ক্বিরাত পাঠ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ২১ রমজান কালীগঞ্জ পৌরসভাধীন চাপালি প্রামবাসি আয়োজিত এ প্রতিযোগীতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বে ৯ জন হাফেজ অংশ নেন। এরমধ্যে তিনজনকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত করা হয়। বিজয়ী প্রথম সাইফ রহমান ১০ হাজার টাকা, দ্বিতীয় ফাহিম হাসান ৬ হাজার টাকা এবং তৃতীয় কুতুব উদ্দীনকে ৪ হাজার টাকা পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়। বাকি ৬ প্রতিযোগীকেও পুরস্কৃত করা হয়।

রমজান মাসের শুরু থেকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদরাসার ৬৮ জন হাফেজের অংশগ্রহনে প্রথম পর্ব শুরু হয়। ৪ পর্বে শুদ্ধ কোরআন তেলওয়াত করে চুড়ান্ত পর্বে উঠে আসে ৯ জন প্রতিযোগী। মাসব্যাপী ক্বিরাত পাঠের চুড়ান্ত পর্বে উঠে আসা প্রতিযোগীরা হলেন বলিদাপাড়া কাওমী মাদ্রাসা থেকে সাঈফ রহমান, ফাহিম হাসান, কুতুব উদ্দীন, মোস্তাফিজুর রহমান, মুহাঃ মাহদী হাসান, রিফাত হাসান ও মোঃ হাবিবুল্লাহ, মাদরাসাতু মিনহাজিন নবওওয়াত থেকে হুজাইফা রহমান এবং বাইতুস সালাম হাফেজীয়া মাদরাসা থেকে আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে চাপালী জামে মসজিদের সহ-সভাপতি এসএম সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্বিরাত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও চাপালী যুব সংঘের সভাপতি আজাদ রহমান। মাসব্যাপী কোরআন তেলোওয়াত প্রতিযোগীতার অনুষ্ঠানে বিচারক হিসাবে দ্বায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মো. নজরুল ইসলাম, হাফেজ কুরী মো. আবু বক্কর সিদ্দিকী ও হাফেজ মো. নুরে আলম হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট