1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ডিপ্লোমা নার্সদের ডিগ্রি স্বীকৃতির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
"স্বতন্ত্র ডিগ্রির দাবিতে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিচ্ছেন নার্সিং শিক্ষার্থীরা।
"স্বতন্ত্র ডিগ্রির দাবিতে প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিচ্ছেন নার্সিং শিক্ষার্থীরা।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্বতন্ত্র ডিগ্রি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পেশাজীবী নার্সরা। তারা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তৃতা দেন সংগঠনটির ঝিনাইদহ জেলা শাখার, সভাপতি জুয়েল মণ্ডল, সহ-সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক উৎস কুমার বিশ্বাস, সহ আরও অনেক নেতা-কর্মী।

বক্তারা বলেন, “বর্তমানে ডিপ্লোমা নার্সদের পেশাগত স্বীকৃতি না থাকায় চাকরি, উচ্চশিক্ষা ও বিদেশে চাকরির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এটি নার্সদের মনোবল ও পেশাদারিত্বে বড় বাধা।”

তারা আরও বলেন, ডিপ্লোমা নার্সিং কোর্সকে সম্মানজনক ডিগ্রি হিসেবে স্বীকৃতি দিলে স্বাস্থ্যসেবার মান বাড়বে এবং নার্সদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট