1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি বিরোধে কারিশমার সন্তান ও প্রিয়া কাপুরের আইনি দ্বন্দ্ব বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী-বাস শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দ্রুত বিয়ে হবে’ এই বিশ্বাসেই নির্মমতা, ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মারল চার নারী! সৌদি আরবে নিরাপত্তা বিধি লঙ্ঘনে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার আহ্বান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন

রিজার্ভ পরিস্থিতি উন্নতির পথে: ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
ড. মুহাম্মদ ইউনূসে

বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তথ্য জানান।

ড. ইউনূস বলেন, “আমরা যখন কাজ শুরু করেছি, দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। তবে আশার কথা, এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। গত তিন মাসে রিজার্ভে হাত না দিয়েই প্রায় ২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করা সম্ভব হয়েছে। এছাড়া, জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়া ৪৭৮ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ১৬০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে।”

তিনি আরও জানান, অর্থনীতি পুনরুদ্ধারে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বিশ্বব্যাংক ও আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থাগুলো প্রায় ৮ বিলিয়ন ডলার ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। এ অর্থ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজস্ব আদায়ে আগের তুলনায় উন্নতি হলেও লক্ষ্যমাত্রার ঘাটতি এখনও কাটেনি বলে জানান প্রধান উপদেষ্টা। “জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায়ে পৌনে ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে এখনও লক্ষ্যমাত্রার তুলনায় ২৩ শতাংশ ঘাটতি রয়ে গেছে। এ ঘাটতি পূরণে অনলাইন আয়কর রিটার্ন জমা দিতে জনগণকে উৎসাহিত করা হচ্ছে,” বলেন তিনি।

দেশ থেকে প্রতি বছর ১২-১৫ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ নিয়ে ড. ইউনূস বলেন, “পতিত সরকার আমাদের জন্য যে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি রেখে গেছে, তার একটি বড় কারণ অর্থপাচার। এই অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হচ্ছে। এ কাজে সফল হতে পারলে আমাদের অর্থনীতি আরও গতিশীল হবে।”

ড. ইউনূসের ভাষণে জাতীয় অর্থনৈতিক পুনর্গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, “এই সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং একটি শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা। আমরা প্রয়োজনীয় সংস্কারের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট