1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

টেলিটক অনলাইন সিম সেবা পরীক্ষামূলকভাবে চালু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
টেলটক

বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড পরীক্ষামূলকভাবে অনলাইন সিম সেবা চালু করেছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ ও চাপাইনবাবগঞ্জ জেলার ১১টি পোস্ট অফিসে এই সেবা কমার্শিয়াল পাইলটিং হিসেবে শুরু করা হয়। পরবর্তীতে সেবাটি দেশের সব জেলার পোস্ট অফিসের মাধ্যমে চালু করা হবে।

টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ ডাক বিভাগ যৌথভাবে এই সেবাটি চালু করেছে। সেবার আওতায় গ্রাহক টেলিটকের পছন্দের সিম নম্বর অনলাইনে অর্ডার করতে পারবেন। তারপর গ্রাহকের সুবিধামতো পোস্ট অফিস থেকে অথবা বাড়িতে বসে সিম সংগ্রহের সুযোগ থাকবে।

পোস্ট অফিস থেকে সিম সংগ্রহের জন্য ২৫০ টাকা পরিশোধ করতে হবে। বাসায় বসে সিম সংগ্রহ করতে হলে মোবাইল ওয়ালেটের মাধ্যমে ৩০০ টাকা পরিশোধ করতে হবে। গ্রাহক একটি অটোমেটেড ট্র্যাকিং নম্বরের মাধ্যমে সিমের ডেলিভারি স্ট্যাটাস জানতে পারবেন। টেলিটকের ওয়েবসাইটে (teletalk.com.bd) ‘অনলাইন সিম’ মেন্যু থেকে সিম অর্ডার করা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই সেবা গ্রাহকের জন্য অত্যন্ত সহজ এবং যুগোপযোগী। টেলিটককে আরো গ্রাহকবান্ধব করতে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান বলেন, “ডাক বিভাগ এবং টেলিটক যৌথভাবে কাজ করে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগ সেবা প্রদানের ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করবে।”

টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী। বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন। টেলিটক ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এই সেবার মাধ্যমে গ্রাহকরা টেলিটকের সিম তাদের দরজায় পৌঁছে নিতে পারবেন। এতে গ্রাহকের সময় ও ঝামেলা দুটোই কমবে। ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

টেলিটক’র এই উদ্যোগ গ্রাহকদের জন্য সহজলভ্য এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট